মাইথন ও পাঞ্চেত থেকে আবারও জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি
বেঙ্গল মিরর, মাইথন, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যেপাধ্যায়ঃ মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আবার বাড়ালো ডিভিসি। মঙ্গলবার এই দুই জলাধার থেকে সবমিলিয়ে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিলো। কিন্তু বুধবার সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ৬৫০০০ কিউসেক করা হয়েছে।
এদিন সন্ধ্যা এই প্রসঙ্গে ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ( সিভিল) অঞ্জনি দুবে বলেন, মাইথন থেকে ১২ হাজার ও পাঞ্চেত থেকে ৫৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহুর্তে মাইথনে ৪৮৪ . ০২ একর ফুট ও পাঞ্চেতে ৪১৩.০৫ একর ফুট জল আছে।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগেও এই দুই জলাধার থেকে ডিভিসি ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছেড়ছিলো। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হওয়ায় এতো পরিমাণ জল ছাড়তে হয়েছিলো বলে সেই সময় ডিভিসির পক্ষ থেকে দাবি করা হয়েছিলো। পরে বৃষ্টি কমে যাওয়ায় ডিভিসি আস্তে আস্তে জল ছাড়ার পরিমাণ কমায়। এই জল ছাড়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির কড়া সমালোচনা করেছিলেন।