PANDESWAR-ANDAL

বৃদ্ধাশ্রমে উপাসনালয়ের উদ্বোধন

বেঙ্গল মিরর,  সার্থক কুমার দে, অন্ডাল : রবিবার খান্দরাতে “উদবর্তন বৃদ্ধাশ্রমে” উদ্বোধন হলো নবনির্মিত একটি উপাসনালয়ের । “মহেন্দ্র-শোভা” নামে উপাসনালয় টির উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্নানন্দজী মহারাজ । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে ।



বৃদ্ধাশ্রম পরিচালন সমিতির সহ-সম্পাদক অনুপ সিনহা জানান খান্দর গ্রামের প্রাণপুরুষ স্বর্গীয় ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ও তার স্ত্রী প্রয়াত শোভা সরকারের পরিবারের আর্থিক আনুকূল্যে এই উপাসনালয়টি নির্মিত হয়েছে । এদিন উপাসনালয়টির উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের পরিবারের লোকজনেরাও উপস্থিত ছিলেন । উপাসনালয়ের ভিতর রয়েছে রামকৃষ্ণদেব, সারদামণি ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি । যোগা, ধ্যান করার জন্য বৃদ্ধাশ্রম এর আবাসিকেরা এই উপাসনালইটি ব্যবহার করবেন বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *