নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টালো চিকিৎসকের গাড়ি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপ্যাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের সেনরেল রোডে এইচএলজি মোড়ে শনিবার গভীর রাতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার মাঝখানে উল্টে যায় গাড়িটি। ঘটনার পরে ঘটনাস্থলে ভিড় জমান আশেপাশের বাসিন্দা ও পথচলতি গাড়ি চালকেরা। খবর পেয়ে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ আসে। এরপর গাড়ির ভিতরে আটকে পড়া আহত ব্যক্তিকে বার করে আনা হয়। তারপরে জানা যায়, গাড়িটি আসানসোল ইএসআই হাসপাতালের চিকিৎসক ডাঃ জয় শঙ্কর সাহা।
তিনি গাড়িটি চালাচ্ছিলেন। জানা গেছে, দূর্ঘটনায় পড়া গাড়িটির এয়ার ব্যাগ খোলা ছিল। যা থেকে বোঝা যায় গাড়ির গতি খুবই বেশি ছিল। শুধু তাই নয়, গাড়িটি উল্টো দিকে চলে গিয়েছিল, ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এই ঘটনা এটাই প্রমাণ করে যে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ভাগ্যক্রমে ঘটনার সময় বিপরীত দিক থেকে অন্য কেউ ছিল না বা কোন গাড়ি আসেনি। যদি কোন গাড়ি চলে আসতো তাহলে এই ঘটনা বড় পথ দুর্ঘটনায় পরিণত হতে পারত।এদিকে এই ঘটনায় গাড়ির চালক চিকিৎসক সামান্য আহত হওয়ায় রাতেই তার চিকিৎসা করা হয় একটি হাসপাতালে। পরে শেষে মিনি ক্রেনের সাহায্যে গাড়িটিকে গ্যারেজে নিয়ে যাওয়া হয়।