DURGAPUR

দুর্গাপুরে বনধে উত্তেজনা, এসবিএসটিসির টিকিট কাউন্টারে ভাঙ্গচুরের অভিযোগ, জোর করে দোকান বন্ধের চেষ্টা বিজেপির বিরুদ্ধে

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধের দিন সকালে দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি টিকিট কাউন্টারে ভাঙ্গচুর চালালোর অভিযোগ উঠলো বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । বিজেপির ডাকা বাংলা বনধের দিন কেন টিকিট কাউন্টার খোলা রয়েছে এই প্রশ্ন তুলে কাউন্টারে হুজ্জোতি ও ভাঙ্গচুর করেন বিজেপির কর্মীরা বলে জানা গেছে।


বুধবার সকালে বর্ধমান-দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পথে নামেন বনধ সফল করতে। ঘুরতে ঘুরতে তারা দুর্গাপুর স্টেশন বাজারে আসেন। সেখানে প্রথমে বিক্ষোভ দেখান। এরপর তারা এসবিএসটিসির টিকিট কাউন্টারে ঢুকে পড়েন। সেখানে তখন বাসের টিকিট কাটার জন্য অনেক যাত্রীরা লাইন দিয়ে ছিলেন। তা দেখেই প্রতিবাদ করেন চন্দ্রশেখর বন্দোপাধ্যায় ও তার অনুগামীরা। কেন কাউন্টার খোলা রয়েছে তোলেন প্রশ্ন।

এ নিয়ে কাউন্টারের কর্মীরা প্রতিবাদ জানান ও তারা নিজেরা কাউন্টারের জানলা বন্ধ করে দেন। অভিযোগ, এরপর সেই কাঁচের জানলা ভাঙচুর করেন বিজেপির নেতা ও কর্মীরা। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ছুটে আসে এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
অন্যদিকে, দূর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুইয়ের নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা দুর্গাপুর বেনাচিতি বাজারে আসেন। সেখানে তারা দোকানপাঠ বন্ধ করার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা বাঁধা দেন। যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *