রানীগঞ্জের সিয়ারসোল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক ও জামুড়িয়া হুড়মাডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেতে চলেছেন শিক্ষারত্ন
বেঙ্গল মিরর চরণ মুখার্জী, রানীগঞ্জ : অবশেষে ঐতিহাসিক হেরিটেজ ঘোষিত বিদ্রোহী কবি কাজী নজরুল ও বীর স্বাধীনতা সংগ্রামীদের শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত রানীগঞ্জের সিয়ারসোল রাজ হাই স্কুল কে দেওয়া হল তার উপযুক্ত মর্যাদা। পশ্চিম বর্ধমান জেলায় হাই স্কুল গুলির মধ্যে অন্যতম স্কুল হিসেবে স্বীকৃতি পাওয়া এই হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক এবার পেতে চলেছেন শিক্ষারত্ন।
পশ্চিমবঙ্গ জুড়ে 40 জন শিক্ষকের মধ্যে পশ্চিম বর্ধমান এ এক হাই স্কুল ও এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে দেওয়া হচ্ছে শিক্ষারত্ন পুরস্কার, তারই অঙ্গ হিসেবে এবার সিয়ারসোল রাজ হাই স্কুলের নাম আরো একবার স্বর্ণাক্ষরে লেখা হলো স্কুলের প্রধান শিক্ষক কে শিক্ষারত্ন দেওয়ার কথা ঘোষণা করায়। আগামী 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতর থেকে এই শিক্ষারত্ন পুরস্কারের শংসাপত্র পাবেন পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক স্তরে জামুড়িয়ার হুড়মাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মাজি সাথেই উচ্চ মাধ্যমিক স্তরে রানিগঞ্জের সিহারসোল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায় , এই বিদ্যালয় গুলিতে স্কুল ছুট এর সংখ্যা কমানো , ছাত্র সংখ্যা বৃদ্ধি করা , আর তার সাথেই, নতুন পদ্ধতিতে শিক্ষার প্রদানের ব্যবস্থা করা , পড়ুয়াদের সঙ্গে অভিভাবকদেরও বিদ্যালয়মুখী করে তোলা সহ একাধিক বিষয়ের, বিশেষ ভূমিকা পালন করায় এই কুল দুটিকে পরিচালনা করা প্রধান শিক্ষকরা পাচ্ছেন শিক্ষারত্ন পুরস্কার ।
প্রাথমিক স্তরে জামুড়িয়া এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ( এসআই ) অরিজিৎ ঘোষ জানান , সম্পূর্ণ জনজাতি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের নিয়ে হুড়মাডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন চলে । বিদ্যালয় সবজি বাগান থেকে শুরু করে কম্পিউটার প্রশিক্ষণ , বিভিন্ন বিষয়ের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে উত্তমের উদ্যোগে । তাই ওকে শিক্ষারত্ন পুরস্কারের জন্য চিহ্নিত করায় তিনিও গর্বিত। উত্তম জানান , জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের বাংলা ভাষা পুরোপুরি শেখানো একটা বড় কাজ । তাতে তাঁরা সফল । এছাড়া শিক্ষাগত দিক সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিরিখে শিক্ষারত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তিনি ধন্য ।
সিহারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান , অনেকদিনের স্বপ্ন শিক্ষারত্ন পুরস্কার । ৩৪ বছর শিক্ষকতা করছেন । তারমধ্যে ২৭ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সাল থেকে সিহারসোল রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষাগত মানের সঙ্গে অন্যান্য বিষয়ে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার চেষ্টা করেছেন । বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগ দিয়েছেন । শিক্ষারত্ন পুরস্কার পেয়ে স্বপ্ন পূরণ হল।