বার্ণপুরের গৃহকর্তার হাসপাতালে মৃত্যু, ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* গৃহকর্তা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে সবাই সেদিকে ব্যস্ত। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছোটদিঘারী নূতন পল্লীতে ফাঁকা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সকালে এই চুরির ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে ঘরের মধ্যে থাকা দুটি আলমারি ভেঙে ১৫ ভরি সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করেছে চোরেরা। খবর পেয়ে এদিন সকালে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, বার্ণপুরের ছোটদিঘারী নতুন পল্লীর বাড়ির মালিক প্রাক্তন ইসিএল কর্মী বৈদ্যনাথ দত্ত সোমবার রাতে দূর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। স্বাভাবিক ভাবেই একদিকে গৃহকর্তার মৃত্যু, অন্যদিকে, বাড়িতে চুরির ঘটনা ঘটায় পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না, তারা কি করবেন।
আরো জানা গেছে, গত দুদিন ধরে বৈদ্যনাথবাবুর বাড়িতে কেউ ছিলেননা। কারণ গত দুদিন ধরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বৈদ্যনাথবাবু। সোমবার রাতে সেই হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়িতে এসে দেখেন চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে ১৫ ভরির মতো সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
এই প্রসঙ্গে, বৈদ্যনাথ দত্তর আত্মীয়া দেবশ্রী দত্ত বলেন, এদিন সকালে বাড়িতে আসি। দরজার তালা খুলে দেখি ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। দুটি ঘরের দুটি আলমারি ভাঙা রয়েছে। তিনি আরো বলেন, দুটি আলমারি থেকে চোরেরা ১৫ ভরির মতো সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করেছে। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে গত দুদিনের মধ্যে কোন একদিন চোরেরা ঐ বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরি করেছে। তদন্ত শুরু করা হয়েছে।