জাতীয় সড়কের ধারের এক অংশে ধ্বসে গিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :১৯ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারের এক অংশে কিছু এলাকা জুড়ে ধ্বসে গিয়ে গর্ত হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় রবিবার বিকেল দিকে ১৯ নম্বর জাতীয় সড়কের বোগরা এলাকায় সড়কের এক প্রান্তে গর্তের আকারে ১০ নামতে দেখা যায় এই ঘটনাটি স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিলে ও এই ঘটনার খবর স্থানীয় মেয়র পরিষদ সুব্রত অধিকারী কে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে ওই এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে বলেন। এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ওই অংশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়।




এই অংশে যাতে কোন যানবাহন না পৌঁছয় ও মানুষজনের যাতায়াত যাতে ওই অংশে না হয় তার জন্য তারা একটি বোর্ডও লাগিয়ে দেন। এরপরই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই ঘটনার খবর দিয়ে দ্রুত এই ঘটনা কারণ খতিয়ে দেখে, এলাকা টি সুরক্ষিত করার দাবি করেন। হঠাৎ করেই রাস্তার ধারে এরূপভাবে ধসের ঘটনা ঘটায় হতচকিত সকলে। স্থানীয় বেশ কিছু এলাকাবাসীর দাবি, ওই এলাকার নিচে জল সরবরাহের লাইন যাওয়ার কারণে সেই জলের জমা অংশ ধষে গিয়ে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি ধসের ঘটনা নাকি জল বয়ে যাওয়ার পর এরূপ ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয়ে রয়েছে সকলের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ বিষয়টি লক্ষ্য করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছেন।