DURGAPUR

দূর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন মজদুর ইউনিয়ন গঠন আইএনটিটিইউসির

শ্রমিকদের স্বার্থে এই পদক্ষেপ, বললেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ একদল লোক যারা নিজেরাই কখনো কেন্দ্রে ও এবং রাজ্যের ক্ষমতায় ছিল, তারাই এখন পুরনিগমের কর্মীদেরকে বিভ্রান্ত করে ভুল পথে চালাচ্ছে। মাঝে মাঝেই পুরনিগমের পরিষেবা বন্ধ করে দুর্গাপুরের মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলছে ।এর থেকে মুক্তি দিতে ও পুরনিগমের অস্থায়ী শ্রমিকদের স্বার্থে ইউনিয়ন গঠন করা হচ্ছে।  কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি গঠন করা হবে।  তাদেরকে সদস্য পদ নেওয়ার কথা বলা হয়েছে। 
সোমবার দূর্গাপুরে এই শ্রমিক সংগঠনের সমাবেশের পরে সাংবাদিকদেরকে এই কথা বললেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি  অভিজিৎ ঘটক।


এদিন দুর্গাপুরের সৃজনী হলে আইএনটিটিইউসি অনুমোদিত দূর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন  মজদুর ইউনিয়নের শ্রমিক সমাবেশ হয়। সেই সমাবেশে আইএনটিটিইউসির জেলা সভাপতি  অভিজিৎ ঘটক ছাড়াও পুর প্রশাসক বোর্ডের চেয়াপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়   দূর্গাপুর পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা আইএনটিটিইউসির কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এদিনের সমাবেশে পুরনিগমের অস্থায়ী শ্রমিকদের সামনে আইএনটিটিইউসি নেতৃত্ব তুলে ধরেন তাদের  ভবিষ্যৎ কর্মসুচী ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  আইএনটিটিইউসির  জেলা সভাপতি অভিজিৎ ঘটক আরো বলেন,  বেতন বৈষম্য বলে যা রটানো হচ্ছে তা একেবারেই মিথ্যে।  কারন একটি পদ্ধতিতে বেতন দেওয়া হয়। আর এই ধরনের মিথ্যা অপবাদ বন্ধ করার জন্যই এই ইউনিয়ন গঠন করা হচ্ছে ।


তিনি আরো বলেন, বোনাস যেমন দেওয়া হয় তেমনি দেওয়া হবে। বোনাস বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, নির্মল সাথী , নির্মল বন্ধুদের সারা রাজ্যে একই বেতন দেওয়া হয়। পিএফ ও ইএসআই নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্যসরকারের  সামাজিক সুরক্ষা প্রকল্পে নথিভুক্ত করা হবে এইসব শ্রমিকদেরকে। তিনি জোরের সাথে বলেন, আইএনটিটিইউসি একমাত্র শ্রমিকদের স্বার্থে কাজ করে। বাকিরা ঘোলা জলে মাছ ধরার বৃথা চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *