ভি শিবদাসন দাসু পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা নিযুক্ত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর নিযুক্ত হলেন ভি শিবদাসন দাসু। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সুষ্ঠুভাবে কাজ করার জন্য, রাজ্য সরকার ভি শিবদাসন দাসুকে জেলা পরিষদের মেন্টর নিযুক্ত করেছে। জেলাগুলো বিভাগের পর এটি জেলা পরিষদের তৃতীয় বোর্ড হলেও এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী জেলা পরিষদের কার্যক্রম দেখা যায়নি। এবার জেলা পরিষদ সভাধিপতির আসনটি স্বাভাবিক হওয়ায় বিশ্বনাথ বাউরীকে আবারও সভাধিপতি করা হলেও এ নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তবে জেলা পরিষদের পক্ষ থেকে কেউই প্রকাশ্যে এগিয়ে আসছেন না বলে জানা গেছে। জেলা পরিষদের সদস্যরা বোর্ড বৈঠকে উপস্থিত হচ্ছেন না। এই পরিস্থিতিতে জেলা পরিষদকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ভি শিবদাসন দাসুকে।
ভি শিবদাসন দাসু বলেন যে, তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। জেলা পরিষদ যাতে সুষ্ঠুভাবে কাজ করে এবং গ্রামীণ এলাকায় জনসাধারণের জন্য সম্পূর্ণ সুযোগ-সুবিধা প্রদান করে সে জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।