ASANSOL

পশ্চিমবঙ্গ পুলিশ ২৯৯ জন ইন্সপেক্টর পোস্টিং পেয়েছেন, ১০ জন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:*  পশ্চিমবঙ্গ পুলিশ ইন্সপেক্টর পোস্টিং অর্ডার: ২৯৯ জন পোস্টিং পেয়েছেন, ১১ জন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে। পশ্চিমবঙ্গ পুলিশ ২৯৯ ইন্সপেক্টরদের জন্য পদোন্নতি নির্দেশ জারি করেছে। দুর্গাপূজার আগেও তাদের পদোন্নতি হলেও পোস্টিং হয়নি। এর মধ্যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ১০ জন পুলিশ ইন্সপেক্টরও রয়েছেন।

এডিপিসি থেকে পলাশ মন্ডলকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট,  সুদীপ্ত প্রামাণিককে সিআইডি, রাজশেখর মুখোপাধ্যায়কে ডিইবি বাঁকুড়া, সন্দীপ দাসকে মুর্শিদাবাদ ডিআইবি, শান্তনু অধিকারীকে এসটিএফ, রাহুল দেব মণ্ডলকে সিআইডি, রবীন্দ্র নাথ দোলাইকে বিধাননগর পুলিশ কমিশনারেট, অজয় বাগকে বনগাঁ, অরিন্দম মন্ডলকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, প্রসেনজিৎ রায়কে ভিজিল্যান্স কমিশনকে পোস্টিং দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *