শুরু ১০ তম আসানসোল উৎসব ২০২৪
উদ্বোধনে দুই মন্ত্রী, সাংসদ, জেলাশাসক ও পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Utsav 2024 ) শুরু হলো ১০ তম আসানসোল উৎসব ২০২৪। আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন ময়দানে হচ্ছে আসানসোল উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উৎসব ২০২৪ এর উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ( আইন ও শ্রম) ও প্রদীপ মজুমদার ( পঞ্চায়েত) এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।




অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পান্ডবেশ্বর ও জামুড়িয়ার দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।
৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আসানসোল উৎসব চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনের দিন ছিলো মমতা শংকর ট্রুপের নৃত্যানুষ্ঠান। এছাড়াও অন্যসব দিনে থাকছে সুরজিৎ ও বন্ধুরা, বাবুল সুপ্রিয়, নচিকেতা চক্রবর্তী, পদ্ম পলাশ, পৌষালি বন্দোপাধ্যায়, সাগ্নিক সেন ও অদিতি মুন্সি, মনোজ মুরলি নায়ার ও মনীষা মুরলি নায়ার, সোহিনী মুখোপাধ্যায় ও দোহার এবং ডোনা গাঙ্গুলি ট্রুপ। এছাড়া স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান থাকছে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।