দূর্গাপুরে দিনেদুপুরে পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা, এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, দূর্গাপুর, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur Latest News ) দিনে দুপুরে দুর্গাপুরে পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদি পুলিশের বাড়িতেই এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার দিনে দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারী হাউজিং আবাসনের ডি টাইপে পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে আলমারি খুলে সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




জানা গেছে, অন্যদিনের মতো এদিন বেলা বারোটার পরে সঞ্জয় বাবুর স্ত্রী সাথী আকুলি ছেলেকে স্কুল থেকে আনতে বাড়ির দরজায় তালা মেরে গেছিলেন। দুপুর একটা নাগাদ মিনিট কুড়ি পর বাড়ি ফিরে পুলিশ কর্মীর স্ত্রী দেখেন দরজার তালা ভাঙা রয়েছে। আলমারি খোলা, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে, তার ঘরে চুরি হয়েছে। চোরেরা সব কিছু নিয়ে চলে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
এই প্রসঙ্গে পুলিশ কর্মীর স্ত্রী বলেন, ছেলেকে স্কুল থেকে আনতে বাড়ির দরজায় তালা লাগিয়ে গেছিলাম। এসে দেখি, তালা ভাঙা রয়েছে। আলমারিতে চাবি লাগানো ছিলো। তাই চোরেরা আলমারি থেকে সবকিছু নিয়ে গেছে।
তবে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারী হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় আতঙ্কে এলাকাবাসী। যদি দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।