RANIGANJ-JAMURIA

পড়ুয়াদের মাঝে জাতীয়তাবাদের পাঠ দিয়ে গেলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশ্যারি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার পড়ুয়াদের মাঝে জাতীয়তাবাদের পাঠ দিয়ে গেলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশ্যারি। সোমবার তিনি পশ্চিম বর্ধমানের, রানীগঞ্জ গার্লস কলেজের এক সাত দিবসীয় জাতীয় সেবা প্রকল্পের ক্যাম্প এর উদ্বোধনী পর্বে এসে, বর্তমান প্রজন্মের যুব সদস্যরা কেন সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনেদের সহায়তার লক্ষ্যে এগিয়ে যাবেন। কিবা তাদের উদ্দেশ্য কেনই বা তারা ন্যাশনাল সার্ভিস কি স্কিমের মাধ্যমে, সমাজের পিছিয়ে পড়া মানুষজনেদের শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতন ও পরিচ্ছন্নতার পাঠ পড়াবেন, তা নিয়ে সবিস্তারে ব্যাখ্যা করেন।

আর এ সকল বিষয়গুলি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যেমন মহাত্মা গান্ধীর কথা স্মরণ করেন, একই রূপ ভাবেই পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের সেবায় ব্রতী থাকা যুবদের আইকন, স্বামী বিবেকানন্দের কথাও তুলে ধরেন, ছাত্র-ছাত্রীদের কাছে। জানা গেছে সোমবার থেকে রানীগঞ্জের গার্লস কলেজে ৭ দিবসীয় এনএসএস ক্যাম্পের আয়োজন করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ অ্যাফেয়ারেন্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে। এবারে যার কলকাতার শাখার পক্ষ রানীগঞ্জের গার্লস কলেজে হচ্ছে। জানা গেছে এই ক্যাম্পে ১৬ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত ভারতের ১৭ টি রাজ্যের ২১০ জন প্রতিনিধি অংশ নিয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম কি কি ভাবে সমাজসেবার মধ্যে দিয়ে মানুষজনদের সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব তা নিয়ে পাঠ গ্রহণ করবেন। বস্তিবাসী মানুষজন এদের মধ্যে বিভিন্ন কু-প্রথা কিভাবে দূর করা সম্ভব ও একই সাথে শিক্ষা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে কিভাবে মানুষজনেদের সচেতন করা যাবে, সে সম্পর্কেই জানান দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

জানা গেছে মহাত্মা গান্ধীর জন্ম শত বর্ষ উদযাপনের সময়কালে ১৯৬৯ সালের ২৪শে সেপ্টেম্বর এই জাতীয় সেবা প্রকল্প বা ন্যাশনাল সার্ভিস স্কিমের সূচনা করা হয় যার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষজন এদের সহায়তার উদ্যোগ নেন কলেজে ও স্কুলে পাঠরত পড়ুয়ারা। জানা গেছে ইতিমধ্যে এই জাতীয় সেবা প্রকল্পে সমাজ সেবায় ব্রতী হওয়ার জন্য প্রায় ৪০ লক্ষ পড়য়া অংশগ্রহণ করছে। এবার সেই সকল পড়ুয়াদের 210 জন প্রতিনিধি সোমবার থেকে শুরু এই ক্যাম্পের অনুশীলন গ্রহণ করতে এলেন। যেখানে এদিন উদ্বোধন পর্বে এসে জাতীয় সেবা প্রকল্পের একটি পত্রিকার উদ্বোধন করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কৈসরী। পড়ুয়াদের ও সকল বিশিষ্টজন এদের কাছে জাতীয়তাবাদের পাঠ করান ছাত্র-ছাত্রীদের। কিভাবে কেমন করে সমাজসেবায় নিজেদের নিয়োজিত করব, তা নিয়েও বিশদে জানান দিলেন তিনি।

এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিবি কলেজের  অধ্যক্ষ অমিতাভ বাসু, কলেজ অধ্যক্ষা ছবি দে, এনএসএস ক্যাম্পের মুখ্য আয়োজক তুষার কান্তি ব্যানার্জি, মালিয়া হেরিটেজ সোসাইটির সম্পাদিকা অনুরাধা মালিয়া সরাফ, সভাপতি সোনিয়া মালিয়া, বিঠল নাথ মালিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *