ASANSOL

মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর ইস্কো রোডে আজ দুপুর ১২টায়  একটি পিক আপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত বাবনডিহা গ্রামের বয়স ৪৫ এর মুনিলাল শাও এর।
।ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

ঘটনার কয়েক ঘন্টার পর পরিবার ও গ্রামবাসিরা জানতে পারে যে সড়ক দুর্ঘটনায় মুনিলাল শাও মারা গিয়েছে। এরপর বাবানডিহা গ্রামের বাসিন্দা এবং মৃত ব্যক্তির পরিবার আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃত দেহ ময়না তদন্ত করিয়ে দেহ বাবানডিহা নিয়ে এসে আসানসোল পুরুলিয়া মুখ্য সড়ক পথ বাবানডিহা মোড়ে দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে প্রায় ১ঘন্টা অবরোধ চলার পর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *