ASANSOL

যাদবপুরে শিক্ষা মন্ত্রীর হামলার প্রতিবাদ , আসানসোলে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি সংগঠনের মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার আসানসোলের কাল্লায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে অধ্যাপক ও শিক্ষক সংগঠন ওয়েবকুপা , সারাবাংলা শিক্ষাবন্ধু সমিতি ও তৃণমূল ছাত্র পরিষদের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় ও ওয়েবকুপার জেলা সভাপতি ডঃ বীরু রজক বলেন, গত ১ মার্চ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা যেভাবে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা চালিয়েছেন, তাকে আহত করেছেন, তার গাড়ি ভাঙচুর করেছেন, তা নিন্দাজনক। তারা আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু সহ তৃণমূল নেতৃত্ব আমাদেরকে আটকে রেখেছেন। যদি তাদের কাছ থেকে নির্দেশ আসে, তাহলে কেবল যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে কোনও বামপন্থী সংগঠনের চিহ্ন থাকবে না । মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেছেন যে তিনি পরিবর্তন চান। প্রতিশোধ নয়।তবে বামপন্থীরা যদি এই ধরণের হিংসাত্মক আন্দোলন চালায়, তাহলে তার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *