RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে একদিকে শিক্ষামন্ত্রীর সমর্থনে প্রতিবাদ, অন্যদিকে পদত্যাগ দাবিতে সিপিআইএমের বিক্ষোভ আন্দোলন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানিগঞ্জ : ( Raniganj News Updates ) একদিকে চলল রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রানীগঞ্জের বেশ কয়েকটি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সমর্থনে প্রতিবাদ কর্মসূচি। ওই কর্মসূচিতে পথসভার মাধ্যমে মাইকে করে নিজেদের বক্তব্য তুলে ধরলেন তৃণমূলের নেতাকর্মীরা। যদিও বিধায়ক তার বক্তব্যে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মাইকের ব্যবহার নিয়ে দাবি করলেন বিষয়টা খুব অন্যায় হয়েছে তবুও না করে থাকা গেল না তাই এই উচ্চমাধ্যমিক চলাকালীন বিরোধ কর্মসূচি করতে তারা রাস্তায় নেমেছেন। তিনি দাবি করেন যে রূপভাবে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ওপর হামলা চালানো হয়েছে তা একেবারে নিন্দনীয় ঘটনা ছাত্রসমাজকে এ বিষয়ে কলঙ্কিত করে, তাই এ বিষয়ের প্রতিবাদ করতে এই মুহূর্তেই রাস্তায় নামতে হয়েছে, এই বলে তিনি দাবি করেন যেভাবে বহিরাগত দুষ্কৃতিদের নিয়ে বাম অতিবাম ছাত্ররা হামলা চালিয়েছে তা গোটা বিশ্বের কাছে লজ্জার। এ প্রসঙ্গে তিনি মন্ত্রীর গাড়ির নিচে আহত হওয়ার ঘটনা প্রসঙ্গেও নিজের মত ব্যক্ত করেন, একই সাথে রাজ্যজুড়ে স্কুল কলেজের ছাত্র নির্বাচন প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন। 

সেখানেই এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় এস এফ আইএর বিক্ষোভের ওপর তৃণমূল ও রাজ্যের শিক্ষা মন্ত্রী নির্মম আক্রমণ করেছে এই দাবি করে সোমবার রানীগঞ্জে প্রতিবাদ মিছিল করলো সিপিআইএমের রানীগঞ্জ এরিয়া কমিটির সদস্যরা। এদিন তারা রানীগঞ্জের সি আর রোড বড় বাজার হয়ে নেতাজি মূর্তির সামনে মিছিল করে বিক্ষোভ আন্দোলন করে। যদিও এখানে কোন মাইকের ব্যবহার লক্ষ্য করা যায়নি খালি গলায় চলে তাদের বিক্ষোভ আন্দোলন। এখানে বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর গৌরব ধল্ল সহ একাধিক নেতৃস্থানীয়রা। বামেদের কর্মসূচির শেষে বাম শ্রমিক সংগঠনের নেতা সুপ্রিয় রায় এই উচ্চ মাধ্যমিক চলার সময় মাইক ব্যবহারের প্রসঙ্গ টেনে রানীগঞ্জের বিধায়কের বিরুদ্ধে সরব হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *