স্ত্রীর গলা কেটে খুন করে আত্মঘাতী স্বামী, ঘরের ভেতর থেকে দম্পতির দেহ উদ্ধারে, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আবারও বন্ধ ঘরের ভেতর থেকে এক দম্পতির দেহ উদ্ধার হলো। শনিবার সকালের এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার আলডির বাউরি পাড়ায়। দম্পতির দেহ উদ্ধার হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে। মৃত দম্পতির নাম রুপকুমার বাউরি (৪১) ও মালা বাউরি (৩৬)। মালা বাউরিকে ঘরের মধ্যে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তার গলা কাটা ছিলো। আর রুপকুমারকে ঘরের মধ্যে সিলিংয়ে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারও গলায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, শুক্রবার রাতে কোন এক সময় রুপকুমার তার স্ত্রীর গলা কোন ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করে। তারপর রুপকুমার সেই অস্ত্র দিয়ে নিজের গলা কেটে নেয়। স্ত্রী মারা গেছে নিশ্চিত হওয়ার পরে সে সিলিংয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মঘাতী হয়।




চার মেয়ের বাবা রুপকুমার তেমন কোন কাজ করতে না। তবে, তার বাজারে প্রচুর টাকার দেনা বা ধার ছিলো। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দেনার দায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা ঘটেছে।
আরো জানা গেছে, এদিন সকালে সাড়ে আটটা নাগাদ দম্পতির ১৪ বছরের মেজ মেয়ে পাশের ঘর থেকে বাবা-মাকে ডাকতে আসে। তখন সে বাবা-মাকে এমন অবস্থায় দেখতে পায়। শুক্রবার রাতে চার মেয়ের সঙ্গে ঘরে খাবার খায় রুপকুমার ও মালা। তারপর তারা বছর ৭ র ছোট মেয়েকে নিয়ে নিজের ঘরে শুয়ে পড়ে। এদিন সকালে যখন দম্পতির দেহ ঘরের ভেতর থেকে উদ্ধার হয়, তখন ঘরের মধ্যে তাদের ছোট মেয়ে ছিলো।
এই প্রসঙ্গে রুপকুমারের দাদা অজিত বাউরি বলেন, কি হলো বুঝতে পারছি না। ভাইয়ের বাজারে প্রচুর টাকা দেনা বা লোন ছিলো। সেই কারণে মাঝে মধ্যে পাওনাদাররা বাড়িতে আসতো টাকা চাইতে। সেই নিয়ে ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক অশান্তি হতো। শুক্রবার রাতে তাদের মধ্যে কোন ঝগড়া হয়েছে কি না বলতে পারবো না। তিনি বলেন, শুক্রবার রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিলো। খুব জোরে ডিজে বাজছিলো। তাই কোন কিছু আমরা শুনতে পাইনি। সকালে জানতে পারি।
অজিত বাউরি এদিন সকালে গোটা ঘটনাটি তদন্ত করে দেখার জন্য কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে বাজারে দেনার কারণে পারিবারিক অশান্তির জেরে স্বামী প্রথমে স্ত্রীর গলা কেটে খুন করে। পরে সে নিজে আত্মঘাতী হয়েছেন। আপাততঃ দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট পাওয়া গেলে, তদন্ত করা হবে।