উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার জাতীয় সড়কে আছড়ে পড়ায়, অবরুদ্ধ যাতায়াত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : প্রবল বৃষ্টির সময় এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার, 60 নম্বর জাতীয় সড়কের ওপর আছড়ে পড়ায়, অবরুদ্ধ হয়ে গেল 60 নম্বর জাতীয় সড়কের দিয়ে যাতায়াত। আর এই বিদ্যুতের তার আছড়ে পড়ায়, অন্য সকল বিদ্যুৎবাহী তারগুলির সঙ্গে ওই তারের সংঘর্ষ হওয়ায়, কয়েক জায়গায় আগুন লাগার ঘটনাও ঘটে বলেই সংলগ্ন এলাকার গ্রামবাসীরা দাবি করেছেন।




ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার তপসি এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেছে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। এই মুহূর্তে রাস্তার ওপর হাই টেনশন তার পড়ে থাকায় সেই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায়, বেশ কিছু ছোট যানবাহন বিকল্প রাস্তা ধরে পৌচ্ছচ্ছে গন্তব্যে। জানা গেছে এদিন বিকেল পাঁচটা নাগাদ, ঝড় বৃষ্টির শুরু হওয়ার সময় ঘটে এই ঘটনা। এ সময় বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে ওই এলাকাটিকে সুরক্ষিত করার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সংলগ্ন অংশের বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মারগুলিকে।