ASANSOL

জেলা আরটিও বোর্ডের মিটিং, যানজট ও টোটো নিয়ে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলা আরটিও বোর্ড মিটিং সোমবার অনুষ্ঠিত হলো আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম কার্যালয়ের কনফারেন্স হলে। পশ্চিম বর্ধমান জেলার পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বাজার এলাকার যানজট মুক্ত করার বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা নিয়ে মিটিংয়ে আলোচনা করা হয়েছে।
এই মিটিংয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।


পরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রতি মাসে এই ধরণের মিটিং করা হয়। এদিনের মিটিংয়ে যানজটের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে টোটোর সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে এই মিটিংয়ে। সভায় অটো পারমিটের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। অন্যদিকে, নরেন্দ্রনাথ চক্রবর্তী মিনিবাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন প্রশাসনও এর উপর নজর রাখছে । এই বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হবে। টোল ট্যাক্সের বিষয়ে তিনি বলেন যে আজকের সভায় এটি নিয়ে আলোচনা হয়নি, তবে প্রয়োজন হলে তা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *