ব্যবসায়ীকে মারধোর, প্রতিবাদে রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : ব্যবসায়ীকে মারধরের ঘটনায় উত্তেজনায় ছড়ালো এলাকাতে । প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা । বুধবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহাতে ।বুধবার বেলা ১২-টা নাগাদ ঝামেলা বাধে দুর্গাপুর ফরিদপুর থানার লাউদোহা মোরে এক ব্যবসায়ীর সাথে ক্রেতার । স্থানীয় সূত্রে জানা যায় রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা এক যুবক ব্যবসায়ী মৃত্যুঞ্জয় চ্যাটার্জির দোকানে একটি ঠান্ডা পানীয় কিনে পান করার পর বোতলটি দোকানের ভেতর ছুড়ে দেন । এই ঘটনার প্রতিবাদ করেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বাবু ।




তিনি অভিযোগ করেন ওই যুবক ঘটনার জন্য অনুতপ্ত প্রকাশ না করে উল্টে তাকে মারধর করে, ভাঙচুর চালায় দোকানে । আক্রান্ত ব্যবসায়ীর সমর্থনে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক চম্পট দেয় সেখান থেকে । ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । অবরোধ করা হয় উখড়া মাধাইগঞ্জ রোডের লাউদোহা মোড়ে ।
খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ । পুলিশের কাছে অবরোধকারীরা দাবি জানান অভিযুক্ত যুবককে এখানে এসে ক্ষমা চাইতে হবে । ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে । তবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা ।