জন্মদিনে রাজা রামমোহন রায়কে আসানসোল পুরনিগমের শ্রদ্ধাঞ্জলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের তরফে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কাউন্সিলর, ওএস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলেই রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন।




এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ধারণাগুলি অত্যন্ত আধুনিক ও ভারতীয় ঐতিহ্যের মধ্যে ছিল। তিনি বাংলার চিন্তাভাবনায় স্থায়ী পরিবর্তন আনার জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন। তার জন্যই সতীদাহ প্রথা বিলুপ্ত করা সম্ভব হয়েছিল। পুর চেয়ারম্যান আরো বলেন, আসানসোল পুরনিগম সর্বদা রাজা রামমোহন রায়ের মতো মনীষীদের স্মরণ করে। যাতে আগামী প্রজন্ম তাদের আদর্শ অনুসরণ করতে পারে।