RANIGANJ-JAMURIA

বিষ্ফোরক পাচারের মামলা, আদালতের নির্দেশ, জামুড়িয়ায় ফেরার গাড়ি চালকের বাড়িতে নোটিশের পুলিশ

বেঙ্গল মিরর, ঝাড়খণ্ড ও আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুরিয়ায় বিস্ফোরক পাচারের একটি মামলায় দুবছর ধরে পলাতক বা ফেরার থাকা অভিযুক্ত আসানসোলের জামুড়িয়ার বাসিন্দা রাহুল যাদবের বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্ত বা ক্রোক করার নোটিশ সাঁটালো ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। বুধবার বাজেয়াপ্ত করার নোটিশ মিহিজাম থানার এএসআই কিষাণ কুমার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারটের জামুড়িয়া থানার পুলিশের সহযোগিতায় ফেরার অভিযুক্তের বাড়িতে নোটিশ লাগিয়ে দেন।

জানা গেছে , ২০২২ সালে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে পশ্চিমবঙ্গের আসানসোলের সালানপুরের রূপনারায়ণপুর থেকে আসা একটি চারচাকা গাড়ি অবৈধভাবে বিস্ফোরক নিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে, পুলিশ মিহিজাম থানা এলাকার বেওয়া গ্রামের কাছে গাড়িটিকে আটক করে। তল্লাশিতে গাড়ি থেকে ৭ কুইন্টাল জিলোটিন স্টিক এবং ১৬ বান্ডিল বিস্ফোরক ফিউজ তার উদ্ধার করা হয়।এই ঘটনায়, মিহিজাম থানায় মামলা নং ৬৪/২২ , ভারতীয় দণ্ডবিধির ধারা ৪১৪/৩৪ এবং ভারতীয় বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর ৪/৫ নং ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিলো । গাড়ির চালক ছিলেন রাহুল যাদব। যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন ।

পুলিশ তাকে গ্রেফতারের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ নিয়ে এদিন মিহিজাম থানার পুলিশ ফেরার ঐ গাড়ি চালকের বাড়িতে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ লাগিয়ে দেয়। এই প্রসঙ্গে এক পুলিশের আধিকারিক বলেন, পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। দ্রুত তাকে গ্রেফতার করবে বলে ঐ পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *