পান্ডবেশ্বরে অজয় নদীতে ডুবে মৃত্যু যুবকের
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, ২৩ মেঃ অজয় নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরে। মৃত যুবকের নাম নাঙ্কু খান (৩৭)। যুবক পান্ডবেশ্বর থানার হরিপুরের গাইঘাটার বাসিন্দা হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, পান্ডবেশ্বরের যুবক নাঙ্কু খান এদিন দুপুরে বাড়ির অদূরে অজয় নদীতে স্নান করতে যায়। নদীতে স্নান করতে নামার পরে সে জলে ডুবে গিয়ে তলিয়ে যায়।




বেশ কিছুক্ষন পরে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, শনিবার যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে আসানসোল জেলা হাসপাতালে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা তা জানতে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা হচ্ছে।