আসানসোলে রক্তদান শিবিরের আয়োজনে ” উপভোক্তা অধিকার সংগঠন “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি বিবেচনা করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে।শুক্রবার সেই রকম ভাবে “উপভোক্তা অধিকার সংগঠন ( কনজিউমার রাইট অর্গানাইজেশন) ” র পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, সংগঠনের রাজ্য সভাপতি মিঠু মুখোপাধ্যায় সহ অনেকে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে।













এই সম্পর্কে সংগঠনের রাজ্য সভাপতি মিঠু মুখোপাধ্যায় বলেন, রক্তের ঘাটতির কথা মাথায় রেখে উপভোক্তা অধিকার সংগঠন এই শিবিরের আয়োজন করেছে। যেখানে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। তিনি আরো বলেন, এই সংগঠন গ্রাহকদের অধিকার রক্ষার জন্য লড়াই করে। তবে এই সংগঠন রক্তদানের মতো সামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছে। যে কারণে এই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এদিনের এই শিবিরে ১৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

