আসানসোলে চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডে ভগত সিং মোডের যুব আবাসে রবিবার একদিনের চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং চারুকলা পরিষদের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিলো। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের উদ্বোধন করেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ চারুকলা পরিষদের আধিকারিক ও সদস্য এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি থেকে যুবকরা আসানসোলের এই শিবিরে প্রশিক্ষণ নিতে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে চারুকলার সাথে আমার গভীর সম্পর্ক না থাকলেও আমি শিল্পীদের সম্মান করি। তিনি বলেন, ঋত্বিক ঘটকের সাথে দেখা করার সৌভাগ্য আমার কখনও হয়নি। তবে কলকাতায় আমি ঋত্বিক ঘটকের বোন মহাশ্বেতা দেবীর সাথে অনেক সময় কাটিয়েছি। আমি তার আশীর্বাদ পেয়েছি।
তাই, আমি চারুকলার গুরুত্ব জানি। যখন কেউ ছবি আঁকেন, তখন তিনি কেবল তার আবেগকেই নয়, সমাজের আবেগকেও ক্যানভাসে তুলে ধরেন। তাই, আমি চারুকলার সাথে যুক্ত শিল্পীদের অনেক সম্মান করি। জেলাশাসক বলেন, রাজ্য সরকার সবসময় শিল্পীদের উৎসাহিত করার চেষ্টা করে আসছে। এই প্রশিক্ষণ শিবিরটি তারই একটা অংশ। তিনি সকলকে এই সুযোগের সদ্ব্যবহার করার এবং এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষকদের কাছ থেকে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।

