আসানসোল পুরনিগমের ২২ নং ওয়ার্ডে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবিরে এসডিও
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কল্যানপুরের শুভম কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার আসানসোল উত্তর বিধানসভার আসানসোল পুরনিগমের ২২ ওয়ার্ডের ২৪ ও ২৮ নং বুথ নিয়ে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হয়।













এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এই ক্যাম্পে আসা ঐ দুই বুথের বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে আসানসোলের জিটি রোডের ভগত সিং মোড় থেকে জুবিলি মোড় পর্যন্ত রাস্তায় স্পিড ব্রেকার বা হাম্প তৈরির জন্য অনুরোধ করেন।আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনির্বাণ দাসও এই ক্যাম্পে ছিলেন।

