পশ্চিম বর্ধমান জেলায় এসআইআর, প্রথম দিনে ৪০ হাজারেরও বেশি ফর্ম বিলি বিএলওদের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিন মঙ্গলবার ৪০ হাজারেরও বেশি ইনুমেরেশন ফর্ম বিলি করলেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। মঙ্গলবার বিকেলে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জেলাশাসক এস পোন্নাবলম।এসআইআর সম্পর্কিত এদিনের এই সাংবাদিক সম্মেলন তিনি আরো বলেন, সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় এদিন থেকে ইনুমেরেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই জেলার ২৫০৪ জন বিএলও এদিন থেকে ভোটারদের কাছে ফর্ম দেওয়ার জন্য বেরিয়েছেন। আগামী দুদিনের মধ্যে এই জেলার ২৩ লক্ষ ২৭ হাজার ভোটারকে এই ফর্ম বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভোটারকে দুটি ফর্ম দেওয়া হবে। যার একটি পূরণ করে বুথ লেভেল অফিসারের কাছে দিতে হবে। অন্যটি অফিসারের সই নিয়ে রিসিভ করে ভোটারদেরকে কাছে সংরক্ষণ করতে হবে।













তিনি বলেন, প্রতিটি বুথ লেভেল অফিসারকে প্রতিদিন কমপক্ষে ৫০টি বাড়িতে যাওয়ার চেষ্টা করতে হবে। তাদের সাথে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও উপস্থিত থাকতে পারবেন। এই জেলায় নির্বাচন কমিশন স্বীকৃত পাঁচটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা রয়েছেন। জেলাশাসক পরিসংখ্যান দিয়ে বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, তা জানা গেছে ৪০ হাজারেরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে। সংখ্যাটি আরও বেশি হতে পারে। পাঁচটার পরেও ফর্ম বিলির ডেটা এন্ট্রি করা হচ্ছে। তিনি বলেন, এই প্রক্রিয়া আগামী এক মাস ধরে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এদিন ফর্ম বিতরণ নিয়ে জেলা প্রশাসনের কাছে কোনও অনিয়ম বা গন্ডগোলের কোন খবর আছে কিনা জানতে তা চাওয়া হলে জেলাশাসক বলেন, এই জেলা থেকে এখনও পর্যন্ত এমন কোনও খবর আসেনি। তবে যদি কোথাও থেকে এমন খবর আসে, তাহলে প্রশাসন তার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এসআইআর সম্পর্কিত যেকোনো অভিযোগ বা সমস্যা ১৯৫০ নম্বরে কল করে সমাধান করা যাবে। এছাড়াও, জেলা প্রশাসনের তরফে জেলাশাসক অফিস, এসডিও অফিস এবং বিডিও অফিসে একটি করে হেল্প ডেস্ক খুলেছে। রয়েছে কন্ট্রোল রুমও। যাতে এই প্রক্রিয়া সম্পর্কে কারও কোনও সন্দেহ বা অভিযোগ থাকলে তারা হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে সবাইকে তাদের মতো করে সাহায্য করা হবে।

