বেঙ্গল মিরর, চরণ চরণ মুখার্জি, বাঁকুড়াঃ স্ত্রীকে গালিগালাজ করা সহ্য করতে না পেরে ইঁট দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। মৃতের নাম বরুণ সহিস (৫৫)। বাঁকুড়া শহরের লোকপুর এলাকার কদমা পাড়ার ঘটনা। বাঁকুড়া সদর থানার পুলিশ অভিযুক্ত ছেলে মটন সহিসকে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, দিন সাতেক আগে পারিবারিক ঝামেলার জেরে বাবা বরুণ সহিসকে ইঁট দিয়ে মাথায় আঘাত করে মেজো ছেলে, পেশায় রাজমিস্ত্রী মটন সহিস। ঘটনার কয়েক দিন পর পরিবারের তরফে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর থেকে ঐ ব্যক্তি বাড়িতেই ছিলেন। পরে শুক্রবার সকালে বরুণ সহিসের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা মধুসূদন সহিস বলেন, ঐ পরিবারে বাবা-ছেলের মধ্যে প্রায়শই ঝামেলা হতো। দিন সাতেক আগে ঐ ঝামেলার মাঝেই বাবা বরুণ সহিসকে ইঁট দিয়ে মাথায় আঘাত করে ছেলে বরুণ। ঐ ঘটনার জেরেই এদিন বরুণ সহিসের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ছেলে মটন সহিসকে জিজ্ঞাসাবাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Read More