ASANSOL RED VOLUNTEER ঃ মাইকেল মুখার্জী স্মরণে (পরম্পরা ) শ্রমজীবী ক্যান্টিন চালু
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :গণতান্ত্রিক যুব ফেডারেশন এর প্রতিষ্ঠা দিবস পালন করার সাথে চালু হলো ASANSOL RED VOLUNTEER এর উদ্যোগে মাইকেল মুখার্জী স্মরণে (পরম্পরা ) শ্রমজীবী ক্যান্টিন উদ্বোধন করলেন সিপিআইএম পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল ১ নং এরিয়া কমিটির সম্পাদক সত্য চ্যাটার্জী, সহ অন্যান্য নেতৃত্ব ও DYFI আসানসোল ১ নং লোকাল কমিটির ভিক্টার আচার্জী সহ অন্য়ানরা। যুব নেতা ভিক্টার আচার্জী জানান প্রান্তিক মানুষের, শ্রমিকের , পাশে দাঁড়ানোর এক ক্ষুদ্র প্রয়াস, (পরম্পরা ) শ্রমজীবী ক্যান্টিন। আমাদের এগিয়ে যেতে হবেই, আমরা এগিয়ে যাবোই।
Read More