ইন্ডিয়াকে পুরোনো পর্যায় ফেরানোর প্রস্তুতি পর্বে পলিসি রুটের সাথে দেব টিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি
বেঙ্গল মিরর, কোলকাতা : করোনার ফলে বেহাল দশা গোটা বিশ্বজুড়ে ।বাদ যায়নি ভারতও। ক্ষতিগ্রস্থ দেশের আর্থিক দিক টিও। দেশকে কিভাবে পুর্ববর্তী পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় সেই বিষয়েই এবার ভিডিও কলিং টেকনোলজির মাধ্যমে আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছে পলিসি রুট রিসার্চ ফাউন্ডেশন নামক একটি দেশীয় ও আন্তর্জাতিক স্তরে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা। জুমের মাধ্যমে আগামী ৩রা মে এই সভা হওয়ার কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। ভারতবর্ষের অর্থনৈতিক দিকটিকে পুরোনো পর্যায়ে ফেরানোর বিষয় নিয়ে এই আলোচনাতে বাংলার পক্ষ থেকে উপস্থিত থাকবেন আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি। দেবকুমার বাবুর সাথে এই অলোচনা সভাতে উপস্থিত থাকবেন সিকিমের রাজ্যপাল শ্রী গঙ্গা প্রসাদ, উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য , সিনিয়ার সাংবাদিক -ন্যাশনাল ম্যাগাজিন এর এডিটর শ্রী রাম বাহদুর রায়, উত্তর প্রদেশ রাষ্ট্রীয় সোয়াম দেবক সংঘর কার্য নির্বাহী সদস্য শ্রী রাম আশীষ জি।