ASANSOL-BURNPUR

বারাবনি বিধায়কের নির্দেশে সমাজসেবী রামপদ পাঠক ও মহিরঞ্জন মণ্ডলের এর সহযোগিতায় সালানপুর ব্লকের১৩০টি গরীব পরিবারের মধ্যে ২৫কেজি করে চাল বিতরণ

বেঙ্গল মিরর , রিক্কী বাল্মীকি, সালানপুর* :-বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগে সমাজসেবী রামপদ পাঠক ও মহিরঞ্জন মণ্ডলের এর সহযোগিতায় সালানপুর ব্লকের ৬০টি বাদ্যকর পরিবার ও রামচন্দ্রপুর গ্রামে ৩০টি গরিব পরিবার এবং কল্যাণ গ্রাম -১,২,৩ অঞ্চলের ৪০টি গরীব পরিবার মোট ১৩০টি পরিবারের মধ্যে ২৫কেজি করে চাল বিতরণ করা হলো।

এই প্রসঙ্গে জেলা পরিষদ কর্মদক্ষ তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ আরমান বলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে রামপদ পাঠক ও মহিরঞ্জন মণ্ডলের এর সহযোগিতায় সালানপুর ব্লকের মধ্যে যারা ঢাক বজায় মানে যারা 
বাদ্যকর পরিবার তাদের ৬০টি পরিবারের মধ্যে ২৫কেজি চাল দেওয়া হলো,তাছাড়া আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে ৩০টি পরিবার যারা মাদার টেরেজা হাসপাতালে আয়ার কাজে কর্মরত তাদের কেউ ২৫কেজি করে চাল দেওয়া হলো এবং সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণগ্রাম -১,২,৩ গ্রামে ৪০টি গরীব অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হলো, আমাদের বিধায়কের আদেশ তার বিধান সভায় যেনো কোনো মানুষ অনাহারে না থাকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, বীর সিং,আশুতোষ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *