Bengali NewsCOVID 19

অল ইন্ডিয়া উলমা বোর্ড বূম্বা মুখার্জী কে সন্মানিত করল

বেঙ্গল মিরর , আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : বূম্বা মুখার্জী এক অতি পরিচিত নাম. সমাজের সেবায় নিবেদিত প্রাণ.অসহায় গরীব নিপীড়িত অবহেলিত যে কোন মানুষের সাহায্যে ছুটে যান.শুধু রাজ্যে সীমাবধ্য নন. তিনি এবং তার সংঘটন এই বিপদের সময় করনা পরিস্থিতি তে সারা ভারতবর্ষ জুড়ে অতুলনীয় অসম্ভব ভালো কাজ করে যাচ্ছেন.তার এই কাজের জন্য অনেক জায়গা থেকে তাঁকে সন্মানিত করা হচ্ছে. সেই রকমই আজ ‘ অল ইন্ডিয়া উলমা বোর্ড ‘ তাঁকে সন্মানিত করে গেলেন. ধন্যবাদ তাদের কে. আমরা গর্বিত ওনার এই কাজের ধারা দেখে. আশা রাখব ওনার খ্যাতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ যেন না থাকে. ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে. স্যার আপনার মতো মানুষের দরকার সমাজের. আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন.

AIHRC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *