ASANSOLBengali NewsCOVID 19West Bengal

রাধানগর পোস্ট অফিস অঞ্চলে মহিলার মৃত্যু,করোনা টেস্ট পজিটিভ, করা হল স্যানিটাইজেশন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ বৃহস্পতিবার আগামী শনিবার এবং আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ 23, 25 এবং 29 শে জুলাই সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করেছেন।এই পরিস্থিতিতে গতকাল করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল এক বয়স্ক মহিলার। ওই মহিলার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। আসানসোলে চিত্রা মোড়ের কাছে রাধানগর পোস্ট অফিস সংলগ্ন অঞ্চলে ওই মহিলা র বাড়ি। তিনি পরিবারের সদস্যদের সাথে একসঙ্গে বসবাস করতেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মৃত্যু হয়।

pics courtesy- sailen sarkar


এ বিষয়ে 52 নম্বর ওয়ার্ডের পুরসভার কাউন্সিলর ববিতা দাস বলেন, এলাকায় আজ সকালেই স্যানিটাইজেশন করে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। প্রয়োজনীয় দরকার হল তাকে যাতে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন যে মানুষকে নিজেকে নিজের সুরক্ষার দিকে আলোকপাত করতে হবে ও এলাকাবাসী কে সজাগ থাকতে হবে।এলাকার মানুষ স্যানিটাইজেশনের পর কিছুটা আশ্বস্ত হন। তবে ওই এলাকায় জনমানসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে টা বলাই বাহুল্য।

Leave a Reply