ASANSOLKULTI-BARAKAR

ব্যাংক কর্মচারীর করোনা পজিটিভ।

আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাকতোরিয়া শাখায় একজন কর্মচারীর করোনার পজিটিভ পাওয়ার পরে এই অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যান্য ব্যাংকের কর্মচারীদের দ্রুত রেপিড টেস্ট করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাধন পালকে অবহিত করা হয়। আর তার পরেই এলাকা স্যানিটাইজেশন করা হয়। অন্যদিকে, উক্ত কর্মচারীর সংস্পর্শে আসা মানুষজন ও কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাৎপর্যপূর্ণভাবে, জেলায় ক্রমাগত সংক্রামিত সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা প্রথমবারের মতো হাজার পেরিয়েছে। এদিকে জেলা ইতিমধ্যেই জেলায় ৪২ জন প্রাণ হারিয়েছেন।

asansol news
covid 19 logo

Leave a Reply