Bengali NewsPURULIA-BANKURAWest Bengal

ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটির থিম সং” প্রকাশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, ভামুরিয়া : ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটির থিম সং” প্রকাশ করা হল। করোনার সঙ্কটের মাঝে এবার যেখানে পূজা উদযাপন নিয়ে বিভিন্ন পূজা কমিটি ও আয়োজকরা উদ্বিগ্ন, অন্যদিকে পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটি সঙ্কটের আবহে মাতৃ দুর্গার নিকট প্রার্থনা করে এই সংকট কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন। ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটি এবারের পুজোর “থিম সং” প্রকাশ করেছে। এটির মাধ্যমে মা দুর্গার প্রতি আহ্বান করে বিশ্বকে করোনা মুক্ত করার জন্য প্রার্থনা করা হয়েছে। আয়োজকরা জানান যে এটি দুর্গাপূজা অনুষ্ঠানের একাদশতম বছর। এখানে প্রতিবছর জমকালো উপায়ে পুজোর আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন বর্ণাঢ্য ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ শিল্পপতি ও সমাজকর্মী অনুপ মাজি প্রধান ভূমিকা পালন করেন। এবার, করোনার সঙ্কটের মাঝেও, সরকারি নির্দেশ অনুসরণ করে পূজা অনুষ্ঠিত হবে। এবার ডিজিটাল দুর্গা পূজা আয়োজনে জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply