BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বারাবনিতে সংকল্প সেবা সমিতির শোভাযাত্রা

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লক
সংকল্প সেবা সমিতির পক্ষ থেকে আজ একটি শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে চন্দ্রিকা ডান্স একাডেমি আর দোমোহানি ক্যাডেট একাডেমী কয়েকদিন পরেই দুর্গাপূজা এই দুর্গাপূজায় বিভিন্ন মানুষ কিভাবে দর্শন করতে পার হবেন সেই নিয়ে পথচারী মানুষকে বোঝানো হয়েছে এবং মাস্ক স্যানিটাইজার ইউজ করে আপনারা বের হবেন এবং বিভিন্ন পুজোমণ্ডপে তাদেরকে স্যানিটাইজার মাস্ক বিতরণ করা হবে আজ দমানি বাজার হাট তলা থেকে বার করা হয় এই রালি শেষ হয় গীতাঞ্জলি ম্যারেজে শেষ হলো যেখানে উপস্থিত ছিলেন অমিত দাস দয়াময় মাঝি দেবাশীষ সাধু চন্দ্রিকা একাডেমির কেয়া চ্যাটার্জী দোমোহানি কেরেটা একাডেমির কর্ণধার তাপস পাল প্রমুখ।

Leave a Reply