ASANSOLASANSOL-BURNPUR

পাঁচ নম্বর বোরো অফিসে রক্তদান শিবির

উদ্বোধন করলেন অভিজিত ঘটক

বেঙ্গল মিরর, সন্তোষ পুইতন্ডী, আসানসোল ::আসানসোল পৌরনিগমের উদ্যোগে বরো ভিত্তিক রক্তদান শিবিরের (Blood Donation Camp) এর আয়োজন করা হছে। সোমবার পাঁচ নম্বর বোরো অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হল। এই শিবিরের উদ্বোধন করেন প্রশাসক মন্ডলী সদস্য় অভিজিত ঘটক ও শ্য়াম সোরেন। রক্তদাতারা এই শিবিরে রক্ত দান করেন।

উল্লেখযোগ্য যে জেলায় রক্ত সংকট দূর করার জন্য আসানসোল পুরো নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রত্যেক বোরো অফিসে একটা করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে । এখানে উপস্থিত ছিলেন বাস্তুকার কাজল গোস্বামী, কুন্তল মুখার্জি, পবন শর্মা প্রমূখ।

Leave a Reply