BARABANI-SALANPUR-CHITTARANJANDURGAPURNewsPolitics

শিল্পাঞ্চল জুড়ে ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :শিল্পাঞ্চল জুড়ে ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন।বারাবনি ব্লকের ইন্দিরা সাংস্কৃতিক সংঘের মাঝিয়ারা গ্রামে আজ ইন্দিরা গান্ধীর 104 তম জন্মদিন পালন করা হলো প্রথমেই ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি তে মাল্যদান করা হলো পরে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো প্রায় কুড়ি জন রক্তদাতা নিজের রক্ত দান করেন উপস্থিত ছিলেন উত্তম চক্রবর্তী সুধাকর দত্ত ও বারাবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরির ও ক্লাবের কর্মকর্তারা।

অন্যদিকে দুর্গাপুরে আজ ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জোট নিরপেক্ষ আন্দোলনের নেত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর জন্মদিবসে নেত্রী’কে দুর্গাপুরে ৩৪ নং ওয়ার্ডে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় , তিনি বলেন প্রিয়দর্শিনী’ থেকে ‘ভারতরত্ন’…
‘দেশের প্রধানমন্ত্রী থেকে ‘এশিয়ার মুক্তিসূর্য’…
‘জোট নিরপেক্ষ আন্দোলনের নেত্রী ‘ থেকে ‘বিশ্বনেত্রী।এর পর ছট পূজা উপলক্ষে দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় , তরুণ বাবুর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply