কোন-কোন নেতা কর্মি শুভেন্দুর সাথে দেখা করতে আসছেন তৃণমূলের নজর সেদিকেই
বেঙ্গল মিরর, দুর্গাপুর: কোন-কোন নেতা কর্মি শুভেন্দুর সাথে দেখা করতে আসছেন তৃণমূলের নজর সেদিকেই । রবিবার দুর্গাপুরে স্বপ্ন উড়ানের প্রথম বছরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দুর্গাপুরে পা রেখেই তিনি এ অঞ্চলের তৃণমূল নেতা কর্মিদের চোখের ঘুম যে কেড়ে নিয়েছেন তা অনেকেই সরাসরি না হলেও আড়ালে আবডালে এদিন স্বীকার করে নিয়েছেন। এদিন রাতেই শুভেন্দু অধিকারীর সামনে বহু কর্মি সমর্থক উপস্থিত হয়েছিলেন। আজ তিনি দুর্গাপুরে থাকবেন।কোন কোন নেতা কর্মি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে আসছেন এখন জেলা তৃণমূলের নজর সেদিকেই।




কিন্তু পুজোর উদ্বোধন সেড়ে বেড়িয়ে আসার পর কোনোরকম রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাইলেন না রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার আত্মিক সম্পর্ক আর যে সম্পর্কটা দাদা ভাইয়ের কঠিনতম সম্পর্ক, সেই জোরেই আজ আমি দুর্গাপুরে। নন্দীগ্রামের যে সুর সপ্তমে ছিল সে সুর কোথাও যেন উধাও দুর্গাপুরে, আর এতে ফের দোলাচলে রাজনৈতিক মহলের যাবতীয় জল্পনা। তাহলে কি একটু ধীরে চলো নীতিতে মন্ত্রী শুভেন্দু অধিকারী, বুঝে নিতে চাইছেন পরিস্থিতি? এইসব প্রশ্নের বেড়াজালে আটকে এখন যাবতীয় জল্পনা। মন্ত্রীকে দেখতে আসা উচ্ছসিত উপস্থিত দর্শক ও শহরবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী।

কিছুদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দাদার অনুগামি লেখা একটি ফ্লেস্ক কে ঘিরে রাজনৈতিক বাতাবরন বেশ তাৎপর্য পুর্ন হয়ে ওঠে।ঐ সময় একই যায়গায় আরো একটি ফ্লেস্ক এ বোরো চেয়ারম্যান চন্দ্র শেখর ব্যানার্জির নাম লেখা ছিল।
দুটি ফ্লেস্কই ছিল পাশাপাশি।সে সময় চন্দ্র শেখর বাবু বিষয়টি এড়িয়ে গেছিলেন।তারই পুজার উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকরীর উপস্থিতির পর আর নুতন করে কিছু বলার নেই বলেই মত প্রকাশ করেছেন এলাকার রাজনীতিবিদরা। এ ছাড়াও দু দিন আগেই বি জে পি র রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখতে পাওয়া গেছিল তৃনমুলের এই নেতাকেই।