ASANSOLBusiness

অভিজিৎ দক্ষিণ থানার দায়িত্ব নিলেন

আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষে স্বাগত জানানো হয়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার আসানসোল দক্ষিণ থানার নতুন ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি দায়িত্ব নিলেন। আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষে সভাপতি নরেশ আগরওয়াল এবং সেক্রেটারি শম্ভুনাথ ঝা এর নেতৃত্বে নতুন থানার ইনচার্জকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন ছিলেন বিদায়ী ইনচার্জ অনিন্দ্য দে।


চেম্বারের সভাপতি নরেশ আগরওয়াল ও সেক্রেটারি শম্ভুনাথ ঝা বলেন যে আসানসোল দক্ষিণের পক্ষে আসানসোল চেম্বার অফ কমার্স এর নির্বাচন শান্তিপূর্নভাবে করানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকার জন্য আসানসোল থানার ইনচার্জ অনিন্দ দে ফুল দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও, পুলিশ অফিসার পুলক বাবু সম্মানিত হন। রিকো ইলেকট্রনিক্সে একটি জাল চেক দিয়ে এবং ৪৪,০০০ হাজার টাকার এসি নিয়ে উধাও হওয়া দুষ্কৃতীকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুলকবাবু। এদিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওম প্রকাশ বাগরিয়া, সহ কোষাধক্ষ্য সন্তোষ দত্ত উপস্থিত ছিলেন।

Leave a Reply