ASANSOLASANSOL-BURNPURBengali News

জেলা রেজিস্ট্রার কার্যালয়ের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সোমবার পশ্চিম বর্ধমান জেলার জেলা রেজিস্ট্রার দফতরের কার্যালয়ের উদ্বোধন করা হয় ৷ এটি আসানসোল চেলিডাঙ্গা স্কুলের পাশের গলিতে অবস্থিত। এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন জিতেন্দ্র কুমার তেওয়ারি,অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অভিজিৎ সেভালে, আই এ এস ৷ একইসঙ্গে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আধিকারিক আবু হেনা মোবাস্সির ৷

জিতেন্দ্র তিওয়ারি বলেন,” নতুন জেলা হবার পর এই অফিস এবং পরিষেবা বহু প্রতীক্ষিত ছিল। এই অঞ্চলের মানুষ যারা আসানসোলকে ভালোবাসেন তারা এই পরিষেবা পেয়ে খুবই উপকৃত হবেন।”

এই বিষয়ে জেলা রেজিস্ট্রার আধিকারিক জানিয়েছেন, এতদিন পর্যন্ত নতুন জেলা গঠিত হলেও জেলা রেজিস্ট্রার দফতরের কোনো কার্যালয় ছিল না ৷ একটা টেবিল পেতে কোনো রকমে পরিষেবা দেওয়া হত ৷ তবে জেলা শাসক ও আইজিআর এর নির্দেশ অনুসারে জেলার সদর শহর আসানসোলে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের উদ্বোধন করা হয় ৷ যার অন্তর্গত থাকবে জেলার চারটি সাব রেজিস্ট্রার কার্যালয় ৷ তবে ১৯৮৫ সালের আগের সময়ের জমি হস্তান্তরের ক্ষেত্রে যেসব নথি হাতে- কলমে ( ম্যানুয়েল) রয়েছে সেগুলি জন্যে এখনো পূর্ব বর্ধমানের ওপর নির্ভর করতে হবে ৷ যেহেতু এতদিন পর্যন্ত পশ্চিম বর্ধমান ও পূর্ববর্ধমান জেলা অভিবক্ত ভাবে শুধুমাত্র বর্ধমান জেলা হিসাবেই পরিচিত ছিল ৷ তবে আগামীদিনে সমস্ত নথিই পশ্চিম বর্ধমান জেলা রেজিস্ট্রার দফতরে সংগৃহিত করা হবে ৷ পাশাপাশি ১৯৮৫ সালের পর থেকে জমি হস্তান্তরের ক্ষেত্রে সমস্ত কাজ জেলা রেজিস্ট্রার দফতরে করা সম্বভ হবে ৷ যার ফলে জেলার মানুষ উপকৃত হবেন ৷

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কোর্টের বার অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি বাণী কুমার মন্ডল, কাউন্সিলর দেবাশীষ ব্যানার্জি, প্রাক্তন ডি আর প্রভাত কুমার সেন, আইনজীবী তপন চ্যাটার্জী, ডিড রাইটার অ্যাসোসিয়েশন এর পক্ষে নন্দ দুলাল মিত্র, প্রাইভেট পার্টনার সি এম এস এর পক্ষে দীপক সিং এবং আরো অনেক কর্মচারীরা।

Leave a Reply