Bengali NewsRANIGANJ-JAMURIA

আখলপুর ব্রিজের সংস্কারের জন্য ডিআরএম কে চিঠি দিলেন পূর্ণশশী রায়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় জামুরিয়ার আখলপুর ব্রিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে আসানসোলের ডিআরএম কে চিঠি দিয়েছেন। তিনি জানান, অন্ডাল -সীতারামপুর রেলপথের ভায়া
ইকরা স্থিত আখালপুর সেতুর অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। রেল প্রশাসনের এদিকে নজর দেওয়া দরকার। এই ব্রিজটি জামুরিয়া জোনকে আসানসোলের সাথে সংযোগকারী প্রধান রাস্তায় অবস্থিত। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই ব্রিজটি বছর কয়েক আগে নির্মিত হয়। এই ব্রিজটির দিকে রেল কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

Leave a Reply