ASANSOL

Asansol Club কে স্বীকৃতি দিল Indian Oil

পূর্ব ভারতের প্রথম ক্লাব হিসেবে স্বীকৃতি পেল আসানসোল ক্লাব

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল ক্লাব লিমিটেড Asansol Club কে স্বীকৃতি দিল ভারত সরকারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন Indian Oil। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ব ভারতের প্রথম ক্লাব হিসেবে স্বীকৃতি পেল আসানসোল ক্লাব।
এ বিষয়ে প্রথম মৌ স্বাক্ষরিত হয় ইন্ডিয়ান কর্পোরেশন এবং আসানসোল ক্লাব লিমিটেডের মধ্যে।


এ বিষয়ে চিফ জেনারেল ম্যানেজার অভিজিৎ দে ( কলকাতা), ডেপুটি জেনারেল ম্যানেজার(দুর্গাপুর) কৌশিক সাহা বলেন, তারা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে আনন্দিত আসানসোল ক্লাবকে স্বীকৃতি দিতে পেরে আনন্দিত। আসানসোল ক্লাবকে এবার থেকে ভর্তুকি যুক্ত হারে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। এরসঙ্গে প্রত্যেক সদস্যের বাড়িতে ফ্রী চেকআপ এবং সুরক্ষার ব্যবস্থার সুবিধে করে দেওয়া হল।

এদিকে আসানসোল ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সুব্রত( মিঠু) ঘাঁটি বলেন, ” তারাও আসানসোল ক্লাবকে রায় স্বীকৃতি প্রদানের জন্যে করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছেন পূর্ব ভারতের মধ্যে প্রথম ক্লাব হিসেবে স্বীকৃতি আসানসোল ক্লাবের এবং আসানসোলের মানুষের কাছে গর্বের বিষয়। এছাড়া সৌজন্য হিসেবে ক্লাব প্রেসিডেন্ট সোমনাথ বিসওয়ালের সম্মতিক্রমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এজিএম এবং সিজিএম কে সাম্মানিক সদস্য পদ দেওয়া হলো আসানসোল ক্লাবের পক্ষ থেকে।”

উভয়পক্ষের মৌ স্বাক্ষরিত হবার সময়ে আসানসোল ক্লাব প্রেসিডেন্ট সোমনাথ বিসওয়াল, সেক্রেটারি শোভন নারায়ণ বসু, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সুব্রত( মিঠু) ঘাঁটি, দীপক পণ্ডিত, শঙ্কর আগরওয়াল, ভগবতী আগরওয়াল,
ইন্ডিয়ান অয়েল দুর্গাপুর এরিয়া অফিসের সেলস অফিসার কুমার গৌতম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *