ASANSOL-BURNPURBengali News

বার্ণপুর গুরুদুয়ারা গেটের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

বেঙ্গল মিরর, বার্নপুর: বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি (আসানসোল) এর উদ্যোগে ১০ম গুরু গোবিন্দ সিং-এর ৩৫৪তম জন্ম বার্ষিতে বার্ণপুর গুরুদুয়ারা গেটের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী, বিধায়ক তাপস ব্যানার্জী ও চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী।

বার্ণপুর গুরুদুয়ারা

লক্ষণীয় বিষয় হল, জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন সেই সময় গেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে অরূপ বিশ্বাসের সফর নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। অরূপ বিশ্বাস শিল্পপাঞ্চলে কি তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে রাজনৈতিক বর্ফ গলাতে পারবেন।

Leave a Reply