ASANSOL

LED STREET LIGHT উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল:LED STREET LIGHT উদ্বোধন। আজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় আসানসোল (উত্তর) বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের ২৭ ন; ওয়ার্ডে ধাদকা রামকৃষ্ণ ডাঙ্গালে ৪২ লক্ষ ৯৬ হাজার ৬২৪ টাকার ব্যয়ে “LED STREET LIGHT” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রি মলয় ঘটক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পুরনিগমের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়, বোর্ড সদস্য অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ, তৃণমূল নেতা দুনিয়া রায় প্রমুখ।

LED STREET LIGHT উদ্বোধন
LED STREET LIGHT উদ্বোধন

Leave a Reply