ASANSOLBengali News

Asansol News: শুরু হলো দুদিনের ছবি মেলা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ ফেব্রুয়ারিঃ Asansol News আসানসোল রবীন্দ্রভবনের উল্টোদিকে রবিবার সকালে উদ্বোধন হলো ছবি মেলার। ছবি মেলার উদ্বোধনের সময় উদ্যোক্তাদের পক্ষ থেকে পুলওয়ামার শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দুদিনের ছবি মেলা


ছবি মেলার উদ্যোক্তা সায়ন দত্ত ও চন্দ্রিমা রায়চৌধুরী বলেন ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুদিন ধরে এই ছবির মেলা চলবে। হাতে আঁকা ছবি, পেন্টিং, স্কেচ রয়েছে সঙ্গে যারা ফটোগ্রাফি করেন তাদের ছবিও মেলায় প্রদর্শন করা হয়েছে। আসানসোল শিল্পাঞ্চলে বহু চিত্রশিল্পী আছেন যারা পরিচিত নন। তাদের শিল্পকর্মই এই মেলার মাধ্যমে শিল্পাঞ্চলের মানুষকে জানানো ও তাদের সামনে তুলে ধরা।


শিল্পাঞ্চলের ফটোগ্রাফার ও ছবি মেলার আরো এক উদ্যোক্তা সপ্তর্ষি মুখোপাধ্যায় বলেন, এই মেলা ফটোগ্রাফি ও আর্ট এই দুয়ের মেলবন্ধন। আমরা ৫০০ থেকে ৬০০ জন আগ্রহী মানুষের সমাগম আশা করছি। মোট ১৫ টি স্টল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমিত গাঙ্গুলী, মৈত্রেয়ী গাঙ্গুলী, সাংস্কৃতিক কর্মী সুমিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply