ASANSOLBengali News

প্রগতিশীল বাউরী সমাজের মহাসম্মেলন

বেঙ্গল মিরর, আসানসোল: প্রগতিশীল বাউরী সমাজের আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষ থেকে মহাসম্মেলন এর আয়োজন করা হয় । এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক মহাশয় , প্রগতিশীল বাউরী সমাজের জেলা সভাপতি সমীর বাউরী , পঞ্চায়েত সমিতির সদস্যা সুলেখা বাউরী, বাউরী কালচারাল বোর্ডের সদস্য পরিমল দাস এছাড়াও আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষ থেকে মিঠুন বাউরী ,শ্যামল বাউরী , সত্যম বাউরী, উৎপল রুইদাস , বিশ্বজিৎ বাউরী ,কিষন বাউরী ,, মহিলা সদস্যা বুনি বাউরী ,এবং আসানসোল দক্ষিন ব্লক থেকে সংগ্রাম দাস ,স্বপন বাউরী ,সত্য বাউরী ,গিরি বাউরী, বাপতান দাস , বিলু দাস প্রমূখ ।

এই সম্মেলনে উত্তর ব্লকের প্রায় 3000 মানুষের সমাগম হয় । আগামী দিনে প্রগতিশীল বাউরী সমাজ কোন পথে চলবে তার রননীতি ঠিক করা হয় এই সম্মেলনের মাধ্যমে । এই অনুষ্ঠানে তৃনমুল কংগ্রেসের ২ টি গান ও রিলিজ করা হয়। বিধানসভা ভোটের জন্য গান লিখেছেন তপন মাঝি ও সিকে রেশমা।

Leave a Reply