ASANSOLBengali News

তৃণমূল ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন : মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
বুধবার বিকেলে আসানসোল বুধা মোড় থেকে রামসায়র ময়দান পর্যন্ত আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে ঢাক ঢোল বাজিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। কয়েকশ মানুষ ওই মিছিলে অংশগ্রহণ করেন। ওই মিছিলে মলয় ঘটক টোটো সওয়ার হয়ে হাত জোড় করে এলাকার মানুষজনকে ভোট দেওয়ার আবেদন করেন। বাড়ির সামনে, গলিতে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষজন তাকে স্বাগত জানান এবং তৃণমূল কর্মীদের উৎসাহ বাড়তে থাকে। ” মলয় ঘটক জিন্দাবাদ” স্লোগান দেওয়া হয় সর্বত্র।

তৃণমূল প্রার্থী মলয় ঘটক বলেন, বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। তাঁদের বিপদে-আপদে পাশে পাবেন সরকারকে। এলাকায় হবে উন্নয়ন। বিরোধীরা ক্ষমতায় এলে এসব কিছুই বন্ধ হয়ে যাবে।

আসানসোল উত্তর কেন্দ্র থেকে পরপর দু’বার জিতে রাজ্যের মন্ত্ৰী হয়েছেন তিনি। এবারও জিতলে হ্যাট্রিক হবে। তা সুনিশ্চিত করতে নিজের কেন্দ্রের প্রতিটি এলাকায় গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন প্ৰার্থী।

ওই মিছিলে উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, রকেট চ্যাটার্জী, পিন্টু কর্মকার, বিশ্বরূপ দত্ত রায়, শিলাদিত্য রায়, অভিনব মুখার্জি, শংকর রায়, সন্টু কর্মকার, সৌরভ টোপ্পো, প্রমুখ। রামসায়র ময়দানের কাছে ওই মিছিলটি শেষ হয়।

Leave a Reply