ASANSOL

আসানসোল পুরনিগমের ২৫ বৈশাখ পালনে দুদিনের অনুষ্ঠান

চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের উপস্থিতিতে বৈঠক

বেঙ্গল মিরর, আসাবসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* ২৫ শে বৈশাখ বা রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে বুধবার আসানসোল পুরনিগমের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবারের এই বৈঠকে আসানসোল পুরনিগমে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে এদিনের বৈঠকে রবীন্দ্র জয়ন্তী কিভাবে পালন করা হবে ও কি অনুষ্ঠান হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।


বৈঠক শেষে মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, অন্যান্য বছরগুলির মতো এবারের আসানসোল পুরনিগমের তরফে ২৫ বৈশাখ বা রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে। সবমিলিয়ে দুদিন ২৫ ও ২৬ বৈশাখ অনুষ্ঠান হবে। ২৫ বৈশাখ সকালে আসানসোল পুরনিগমের সামনে থেকে একটি শোভাযাত্রা বেরোবে। যাতে রবীন্দ্রপ্রেমী সমাজের সর্বস্তরের মানুষেরা অংশ নেবেন। সেই পদযাত্রা আসানসোল রবীন্দ্র ভবনে গিয়ে শেষ হবে। রবীন্দ্র ভবনের ভেতর ও সামনে শ্রদ্ধাঞ্জলী পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি আরো বলেন, ২৫ বৈশাখ সকালে ও সন্ধ্যায় এবং ২৬ বৈশাখ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের শিল্পীদের পাশাপাশি কলকাতার নামী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

Leave a Reply