ASANSOLBengali News

তৃণমূল প্রার্থী মলয় ঘটকের শিক্ষক সমাজকে নিয়ে সম্মেলন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারকে পুন: প্রতিষ্ঠা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আসানসোলের রাম বন্ধু তলার কাছে শিখ কমিউনিটি হলে একটি কর্মী সভার আয়োজন করে হয়।

কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক বলেন যে, শিক্ষকরা সমাজের চালিকা শক্তি। শিক্ষকরা সমাজের সম্মানীয় ব্যক্তি। তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাদের ভূমিকা অপরিসীম। মোদী সরকার ধোঁকা দিয়েছে মানুষকে। তারা সরকারি সম্পত্তি আম্বানি আদনির কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দী ভাষাভাষী মানুষদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করে বিভিন্ন উন্নয়ন করেছেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী, এছাড়া রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক ড: কলিমুল হক, এছাড়া মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জি, এছাড়া শিক্ষক মুকেশ ঝা, শ্রীকান্ত দাস, অঙ্কিতা পবী চৌধুরী ছাড়াও প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

Leave a Reply